প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা হবিগঞ্জ জেলার পর্যটন বিকাশের লক্ষে নির্মিত হয়েছে ‘হবিগঞ্জ জেলা প্রশাসন পর্যটন পার্ক’। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে পার্কটি নির্মান করা হয়েছে। আকর্ষনীয় পার্কটি নির্মাণের পরপরই পর্যটকদের আনন্দ-বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি নির্মাণে সহযোগিতা করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান। এতে সার্বক্ষনিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাহাত বিন কুতুব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সকলের প্রচেষ্টায় নির্মিত পার্কটি খুব সহজেই বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
Leave a Reply