অটোরিকশা ছিনতাই করতে গিয়ে মাধবপুরে ৩ ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকা থেকে আটককৃত ছিনতাইকারীদের -কে ধারালো অস্ত্রসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের অটোরিকশা চালক আব্দুল কাদের (৫২)কে ১শ টাকায় ভাড়া করে শাহপুর নতুনবাজার যাওয়ার জন্য।
পথিমধ্যে যাত্রীবেশী ছিনতাইকারী ইটাখোলা গ্রামের হারিছ মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (২২), শিমুলঘর গ্রামের মিজান লস্করের ছেলে মো. তারেক লস্কর (২১), ও দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মো. সামছু মিয়া (২২) ছুরি দিয়ে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে এবং তাহাকে ধাক্কা দিয়া ফালাইয়া তাহার অটোরিক্সাটি ছিনাইয়া নেয়। ভিকটিম আব্দুল কাদের এর ডাক চিৎকার শুনিয়া আশপাশ হইতে লোকজন আসে এবং পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পাইয়া এসআই মানিক কুমার সাহা এএসআই জিয়উর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ২টি ছুরি উদ্ধার করে।
Leave a Reply