1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

মাধবপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন-হবিগঞ্জ ভয়েস২৪

সোহাগ মিয়া
  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পঠিত

মাধবপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

শুক্রবার সকালে থানা রোড মাধবপুর প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্থর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্র একটি দেশের সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সংবাদকর্মীদের সততার সহিত কাজ করতে হবে। করোনাকালীন সময়ে সরকার সংবাদকর্মীদের মফস্বল পর্যায়ে প্রনোদনা দিয়েছে। উন্নয়ন সাংবাদিকতার ওপর বেশি জোর দিতে হবে। নেতিবাচক সংবাদ দেশের জন্য কল্যাণ বয়ে আনে না।সাংবাদিকদের মধ্যে একতা গড়ে তুলতে হবে।

প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবতী, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান, রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আইয়ূব খান, মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা