মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ,কীর্তিনারায়ন কলেজের প্রতিষ্ঠাতা, অধুনালুপ্ত দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, নবীগঞ্জের কৃতি সন্তান প্রয়াত মেজর (অব:) সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী সুপর্ণা দাশ’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কীর্তি নারায়ন কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব:) আবদুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাশ।
সভার শুরুতে কলেজের ছাত্রীদের দ্বারা জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি বক্তব্য মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাশ বলেন,মেজর (অব:) সুরঞ্জন দাশ সারাজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন।
তিনি সেনাবাহিনী থেকে অবসরে চলে যাওয়ার পরও দেশ গড়তে ভূমিকা রাখেন। তিনি তাঁর সহধর্মিণী সুপর্ণা দাশ’র একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত করেন কীর্তিনারায়ন কলেজ।
কলেজের সভাপতির সাথে মেজর সুরঞ্জন দাশ’র দুই কন্যাসহ শিক্ষকবৃন্দ
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, আওয়ামী লীগ নেতা বিধান কৃষ্ণ দাশ সরকার, আওয়ামী লীগ নেত্রী ডাক্তার নাজরা চৌধুরী, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা আনোয়ার আলী, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিটু দাশ। পরিবারের পক্ষ থেকে স্মৃতি চারণ করেন মেজর (অব:) সুরঞ্জন দাশের জ্যেষ্ঠ সন্তান ডাক্তার শর্মিষ্ঠা দাশ, ব্যারিষ্ঠার শাওন দাশ, ভাতিজা কাজল দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লে. কর্নেল (অব:) রোকেয়া রহমান, মিসেস মিজবাহ উদ্দীন সিরাজ, কলেজের দাতা সদস্য কিরন দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক কোকিল দাশ আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, বিবিয়ানা কলেজের প্রধান শিক্ষক কানু সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বীর মুক্তিযোদ্ধা কৃপেশ দাশ, এডভোকেট সুমি রব, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, সহ-সভাপতি রানু দাশ, গভর্নিং বডির সদস্য মাজু মিয়া, গোপীকা রঞ্জন দাশ, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো রুবেল মিয়া, শিক্ষক অশেষ দাশ, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মাহবুব বাশার প্রমুখ।
উল্লেখ্য,গত ৬ আগস্ট ২০২২ ইং কানাডার স্থানীয় সময় সকাল ১০ টা বাংলাদেশ সময় রাত ৯ টায় নিজস্ব গাড়ী যোগে বাসায় ফেরার পথে কানাডার ভেরনন এর একটি ক্যাডেট ক্যাম্পের কাছে পৌছামাত্র পিছন দিক থেকে একটি লরি গাড়ী সজোরে ধাক্কা দিলে মেজর (অবঃ) সুরঞ্জন দাশের গাড়ীটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর সুরঞ্জন দাশ তার স্ত্রী সুর্পণা দাশ।
Leave a Reply