হবিগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটিকে বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
নব কমিটির নেতৃবৃন্দ হবিগঞ্জ এর মাধবপুর পৌছুলে ছাত্রদলের জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা দিয়ে অভ্যর্থনা জানায়।
এসময় পথে পথে পুলিশের বাধা অতিক্রম করে বিশাল গাড়ি বহর সহ মোটর শোভাযাত্রাটি হবিগঞ্জ শহরে প্রবেশ করে। পরে শায়েস্তানগরে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
নব কমিটির সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম-সম্পাদক মহিবুর রহমান শাওন।
এর সময় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে আন্দোলনের মাধ্যমের ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক তারেক রহমানের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
Leave a Reply