রংপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে রংপুর মহানগরীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
আজ সোমবার দিবসটি উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থিত রংপুর শিল্পকলা একাডেমীতে একটি আলোচনা সভা ও রংপুর মহানগরীতে একটি মনোজ্ঞ র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজসেবা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”। রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন জনাব মো: আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার(অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রংপুর বিভাগ, ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর, জনাব মোঃ আব্দুল মোতালেব সরকার, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর, জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রংপুর। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর।
রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রতিটি পদক্ষেপে রংপুর মেট্রোপলিটন পুলিশ হবে গর্বিত অংশীদার- আলোচনা সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
Leave a Reply