1. admin@hvoice24.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

রংপুরে শহীদ শেখ কামাল’র ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৪৮ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ করা হয়েছে।’

শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুলয় ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর,জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর,জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, এ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর, জনাব মমতাজ উদ্দিন আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, জনাব সফিউর রহমান সফি, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর, জনাব তুষার কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগরবৃন্দ।

অনুষ্ঠানের প্রাক্কালে রংপুর টাউন হল চত্ত্বরের সাহিত্য মঞ্চে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর অস্থায়ী বেদীতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অতঃপর বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জীবনাচরণ, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, বাংলাদেশের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা