রংপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার ১১ টায় জেলা প্রশাসক, রংপুর এর কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব আসিব আহসানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদা সুলতানা, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিশেষ অতিথি হিসেবে রেঞ্জ ডিআইজি রংপুরের পক্ষে জনাব এ এফ এম আনজুমান কালাম; রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও রংপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় সহ আঞ্চলিক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদ্বয় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশন মহোদয় রংপুর জেলা পরিষদ নির্বাচনে অনুকুল পরিবেশ রয়েছে কিনা তা জানতে চান। উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুকূল নির্বাচনী পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে প্রধান অতিথিকে আশ্বস্ত করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান প্রধান অতিথিকে জানান যে, রংপুর মেট্রোপলিটন এর অধীনে একটি মাত্র নির্বাচনী কেন্দ্র রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ উক্ত কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে মর্মে প্রধান অতিথি মহোদয়কে অবগত করেন।
Leave a Reply