রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে রাত্রিকালীন ব্রিফিং অনুষ্ঠিত হয়ছে।
(২৯মে) উক্ত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
রাত্রিকালীন ব্রিফিং এর শুরুতে সকল পদবীর পুলিশ সদস্যদের তাদের নিজেদের মতামত প্রকাশের জন্য আহবান জানান। পুলিশ কমিশনার মহোদয় সকলের মতামত আন্তরিকতার সাথে শ্রবণ করেন।
রাত্রিকালীন ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বিশেষ করে মাদক ব্যবসা অথবা মাদক ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি এই ধরণের অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে কঠোরভাবে হুঁশিয়ারি দেন। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে ডোপ টেস্টের কিট আছে। এটির মাধ্যমে সন্দেহজনক মাদক ব্যবহারকারী সনাক্ত করা হবে। ইউনিট ইনচার্জগণকে তিনি এব্যাপারে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। সর্বোপরি সকল পুলিশ সদস্যদের সুষম খাদ্য গ্রহণ, পেশাদারীত্বের সাথে ডিউটি পালন, রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সাথে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply