1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৪ বার পঠিত

সুনামগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র‌্যাব-৯ এর টিম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল (২৯ মে) সোমবার রাত ০০.৫৫ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা ১। মোছাঃ রোহেনা (৩০), স্বামী- হেলাল মিয়া, ২। আক্কাছ (৪২), পিতা- মোঃ আবুল কাশেম, উভয় সাং- জেটুয়ামোড়া বাগান বাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ৩। মোঃ সাগর মিয়া (২১), পিতা- মোঃ মাশুক মিয়া, সাং- স্বর্ণরেখ, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা