শাহজীবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর বুধবার বিকেল ৪ ঘটিকার দিকে বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহজিবাজার স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তালুকদারের সঞ্চালনায় এবং উপদেষ্টা খাদেম খিরাজ আলী শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো: আবদাল মিয়া, মো: আব্দুল গনি চৌধুরী, মো: কাজল মিয়া, মো: হাবিবুর রহমান হাবিব, মো: আবু তাহের মীর, মো: মনিরুল হক, গাজিউর রহমান আব্বাস সহ প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিগনের বক্তব্য শেষে নবাগত সকল সদস্যদের অতিথিগনের সাথে পরিচয় করানো হয়।
এছাড়াও নবাগত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন খাদেম আমানত শাহ, সাধারণ সম্পাদক মো: জাবেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
শাহজিবাজার স্পোর্টিং ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সকল উপদেষ্টাগন সর্বাত্নক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এবং খুব শীঘ্রই নতুন করে ক্লাবের কার্যক্রম শুরু করবে বলে জানান শাহজীবাজার স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
Leave a Reply