ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার ঘোষিত “শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩” লাভ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম।
আজ (২৬ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
আইজিপি, তাঁর এ অর্জনে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের লক্ষ্য অর্জনে সকলকে অধিকতর সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
এছাড়া, বাংলাদেশ পুলিশ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার মধ্যে যৌথভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।
উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে আওতাধীন দপ্তর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব অবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply