নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড়বাকৈর ইউনিয়নের শৈলা নতুন বাজারে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার ভেতরে নতুন বাজার রাজিদ এন্ড রাহিদ এন্টারপ্রাইজ প্রো: মো: আব্দুল মোতালিব এর দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।
চুরেরা দোকানের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে দোকানের ক্যাশের তালা ভেঙে নগদ দেড় লক্ষ টাকা,বিভিন্ন মোবাইল সীমের কার্ড,মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকানের মালিক মো:আব্দুল মোতালিব জানান, প্রতি শুক্রবারের ন্যায় জুমার নামাজের আগ মূহুর্তে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে যাই। পরে ২.৩০ মিনিটে দোকানে এসে বাইরের তালা খুলে দোকানে ঢুকে দেখতে পাই দোকান ঘরের উপরের চাল কেটে দোকানে চোর ঢুকে ক্যাশ ভেঙে ক্যাশে থাকা নগদ দেড় লক্ষ টাকা,ব্যাগে থাকা বিভিন্ন সিমের মোবাইল কার্ড,দামি মোবাইল সেটসহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Leave a Reply