1. admin@hvoice24.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

সফলতা আপনাকে দিনে পাঁচ বার ডাকে!

সম্পাদকীয়
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মানুষ পাগলের মতো সফলতা খুঁজতে থাকে,অথচ মুআজ্জিন বারবার বলতে থাকে..হাইয়া আ’লাল ফালাহ্..!

সফলতা কোথায় খুঁজছেন??
সফলতা আপনাকে দিনে পাঁচ বার ডাকে….
حي على الفلاح
“এসো সফলতার দিকে”

অবশ্যই নামাযই সঙ্গী হবে,দুনিয়া থেকে কবর পর্যন্ত,কবর থেকে হাশর পর্যন্ত এবং হাশর থেকে জান্নাত পর্যন্ত ।

আপনি আপনার জীবনে নামায নিয়ে আসেন,নামায আপনার জীবনে শান্তি নিয়ে আসবে।

দিনে পাঁচ বার যখন আযানের মাধ্যমে বলা হয় “حَيَّ عَلَى الصَّلٰوة”
”حَيَّ عَلَى الْفَلَاح“

এই ডাকটা কোন মুআজ্জিন বা মসজিদ কমিটির পক্ষ থেকে নয় বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার পক্ষ থেকে।

আর একমাত্র তাঁরাই এই ডাকে সাড়া দেয় যারা প্রকৃত অর্থে ঈমানদার।

যে হৃদয় আল্লাহ পাকের হুকুম পালনে প্রশান্তি পায়,,কোন অসুবিধায়-ই তার জন্য বাঁধা হতে পারে না!

মুসলমান দাবী করলেই কি আমাদের ছেড়ে দেয়া হবে?
একজন মুসলমান কে দিনে পাঁচ বার পরীক্ষা করা হয় আর একমাত্র তাঁরাই এই পরীক্ষায় উত্তীর্ণ হয় যারা প্রকৃত ঈমানদার প্রকৃত মুসলিম।

ইয়া রাব্বুল আলামীন..! আমাদের কে পরিপূর্ণ খুশু-গুযূর ও পরিপূর্ণ ইখলাসের সাথে অত্যন্ত যত্নসহকারে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করার তাওফীক দান করুন আমীন ইয়া রাব্বুল আলামীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা