হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে। ১০দিনের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র থানায় জমা দিতে হবে এবং ভবিষ্যতে এর ব্যত্যয় ঘটলে দাঙ্গার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।আইন শৃঙ্খলার উন্নতিতে ১৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে।
মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪টায় বানিয়াচংয়ে ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে সাম্প্রদায়িক সহিংসতা, জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি এ কথা বলেন।
বানিয়াচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মাসন সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শৈলেন চাকমা, এনএসআই এর উপপরিচালক জনাব মো: আজমুল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: আবুল কাশেম চৌধুরী, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন জনাব মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ জনাব অজয় চন্দ্র দেব।
এসময়, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, মোঃ আবু হানিফ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া,মোঃ মিজানুর রহমান খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা ইফা ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ মিয়া, মোঃ আরফান উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন ও সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
Leave a Reply