‘ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়’ বিদায় নিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আমির জাফর, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম।
এ উপলক্ষে (৩০ জুলাই) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস শেডে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার) বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচছায় অভিবাদন জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন।
পরবর্তীতে সিএমপি কমিশনার মহোদয় ২০২০ ও ২০২১ সালে পুলিশ পদকে ভূষিত কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আমির জাফর, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ বিল্লাল হোসেন, পিপিএম কে পুলিশ পদক হস্তান্তর করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply