সিলেটের ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১২ জুন) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক স্বজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অনেকেই। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply