1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

সিলেটে পবিত্র কোরআন পুড়ানোর অভিযোগ,২ জনকে গণধোলাই

ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

সিলেটে কোরআন শরীফ পুড়ানোর অভিযোগে ২ জনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর আখালিয়ায় সিলেট আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুজনের মধ্যে একজন সিলেট আইডিয়াল স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। অপরজন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল হুদা। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট আইডিয়াল স্কুলে প্রায় ১৫টি কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন দুইজন ব্যক্তি। এসময় খবর পেয়ে উত্তেজিত জনতা তাদের আটক করে ধণধোলাই দেন। পরে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশ তাদের এক রুমে নিয়ে হেফাজতে রাখেন।

বর্তমানে স্থানীয় কাউন্সিলর সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে কি কারণে তারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছেন তা জানা যায় নি।

এব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা