সিলেটে বিএনপি শুক্রবার বড়োসড়ো শোডাউন করেছে। বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দলের একাধিক কেন্দ্রীয় নেতা অংশ নেন। বক্তব্যে তারা শিগগির আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নগরীর রেজিস্টারি মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। তার আগে কালো ব্যাজ ধারণ ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা রাজা আহমেদ শাওনের গায়েবানা জানাজা হয়।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তেল, চাল, সারসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এসব পণ্যের দাম কমানোর দাবিতে বিএনপির ন্যায়সংগত আন্দোলনে পুলিশের সহায়তায় হামলা করছে ক্ষমতাসীনরা। জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই তারা বিভিন্ন জেলায় হামলা ও মামলা করছে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন দিয়ে আর ক’দিন রাজনীতি করবেন? বিরোধী দল দমন করে আর ক’দিন রাজনীতি করবেন? শিগগির আপনাদের পতন হবে।’
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ছাড়াও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply