ঢাকা-সিলেট মহাসড়ককের রশিদপুর এলাকায় নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন।
বুধবার (৭জুন) সকাল ছয়টার দিকে ট্রাক-পিকআপ সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১১ জনসহ নিহত হয়েছেন ১৫ জন।দুর্ঘটনার পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বড় ট্রাক ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।
Leave a Reply