আগামী ৯ জুলাই কেন্দ্র ঘোষিত সিলেট বিভাগীয় তারণ্য সমাবেশ সফল করার লক্ষ্য হবিগঞ্জে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।হবিগঞ্জ জেলা ছাত্রদলের নব কমিটি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটির যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ জেলার অন্তর্গত সকল ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ন-আহবায়কবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, জনগণ ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য রাজপথে নেমে এসেছে, এবার ভোট ডাকাত সরকারের আর শেষ রক্ষা হবে না। ইতোমধ্যে পায়ের নিচে মাটি সরে গেছে, এবার জনবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। কোনো স্বৈরাচার ক্ষমতা ছাড়তে চায় না, তাদের বাধ্য করতে হয়। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে। জনগণের অধিকার জনগণ আদায় করবে, কোন বাধা আর মানবে না। জনগণের এই বাঁধভাঙা জোয়ারে শেখ হাসিনা তলিয়ে যাবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান জানান,তারণ্যের সমাবেশ ঘোষণার পর থেকেই ছাত্রদল উচ্ছ্বসিত।সমাবেশ সফল করতে ইতিমধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি।সভায় আমরা হবিগঞ্জে ছাত্রদলের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার আশা রাজনৈতিক ইতিহাসে তারুণ্যের সমাবেশ হবে একটা মাইলফলক।এরই মধ্যে সরকার বিরোধী আন্দোলনে হবিগঞ্জ জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
Leave a Reply