সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) হিসেবে যোগদান করেছেন জনাব নাবিলা জাফরিন রীনা ।
তিনি রোববার( ২৪ জুলাই) সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে যোগদান করেন।
তিনি ২১তম বিসিএসের মাধ্যমে ২০০৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ।
সিলেট রেঞ্জ অফিসে যোগদানের পূর্বে তিনি ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) হিসেবে কর্মরত ছিলেন ।
এছাড়াও তিনি সিরাজগঞ্জ, সিআইডি ঢাকা, সিআইডি ময়মনসিংহে চাকুরী করেছেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
জনাব নাবিলা জাফরিন রীনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে পুলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষন গ্রহন করেন।
দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply