সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এসএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০জুন) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্সে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর ডিউটি পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, ২৪ ব্যাটেলিয়ান আনসার ভিডিপি, সিলেট এর পরিচালক জনাব মুহাম্মদ মেহেদী হাসান সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
উক্ত ব্রিফিং প্যারেডে সম্মানিত পুলিশ কমিশনার নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে সর্বাবস্থায় প্রস্তুত থাকার নির্দেশণা প্রদান করেন।
এছাড়াও উক্ত নির্বাচন উপলক্ষে এসএমপি পুলিশের বিভিন্ন স্পেশাল টিম ডিউটিতে নিয়োজিত থাকবে। এসএমপি‘র বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন সহ সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ কমিশনার তার বক্তব্যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার।
Leave a Reply