1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন

সীতাকুণ্ডের কোরবানীর জন্য ছুড়ি,দা,বটি বানাতে কামারের দোকানগুলোতে ভিঁড়

সীতাকুণ্ড প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৪ বার পঠিত

মুসলমানগন আল্লাহকে খুশি করতে প্রিয় পশু কুরবানীর ঈদের বাকী মাত্র চার পাঁচ দিন। আর এই ঈদকে সামনে রেখে কোরবানীর পশু জবাই, কুটায় অন্যতম উপকরণ চাকু, দা,বটি ছুরি,চাপাতিসহ বিভিন্ন সামগ্রী প্রস্তুত করতে ভিড় জমিয়েছে কামারের দোকানে। আর এসব তৈরিতে শেষ মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশাদার কামার শিল্পীরা। যেন দম ফেলার ফুসরত নেই তাদের। টুংটাং শব্দে মুখরিত কামারেরা দোকানগুলোতে।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে ২৫ বছর ধরে কামারের কাজ করেন সমর দে। তিনি আমাদের সময় কে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার কাজ একটু বেশি, কোনো শ্রমিক নাই,একজন শ্রমিকের মজুরী আটমত টাকা দিতে হয়,তাই নিজে যতটুকু পারি কাজ করছি। কয়লার দাম বেশী,এতে খরচ বাদ দিয়ে কোন রকমে সংসার চলে।
পরিশ্রমের তুলনায় এই পেশায় সাধারনত আয় ও সম্মান উভয়ই কম। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন।
বাপ-দাদার কর্ম ঐতিহ্য ধরে রাখতেই মূলত কিছু কামার এখনো এ পেশায় জড়িয়ে আছেন বলে তিনি জানান। কামাররা আরো বলেন, এক সময় তাদের যে কদর ছিল, বর্তমানে তা আর নেই। এখন হাতে তৈরীর জিনিসের কদর কমে গেছে। তাই সারা বছর তেমন কোন কাজ না থাকলেও কোরবানি উপলক্ষে তাদের কাজের চাহিদা বেড়ে যায়।

উপজেলার ফৌজদারহাট,ভাটিয়ারী,মাদামবিবিরহাট, বারআউলিয়া, কুমিরা,বাশঁবাড়িয়া,মুরাদপুর,সীতাকুণ্ড সদর, ছোট দারোগাহাট,তেরিয়াল,বড়দারোগাহাট এলাকার কামার শিল্প দোকানে গিয়ে দেখা গেছে, তাদের অনেকেরই পড়ুয়া ছেলেদের কে নিয়ে দাম,ছুড়ি বানাতে কাজে ব্যস্ত। কারিগররা বলেন, অনেক কষ্টে আমরা বাপ-দাদার কর্ম ঐতিহ্যকে এখনো ধরে রেখেছি। সংসার ও ছেলে মেয়েদের পড়া-লেখার খরচ বহন করার মত যথেষ্ট টাকা আমাদের নেই, তাই কি আর করা। কামার কারিগরগন বলেন,
কোরবানির ঈদকে সামনে রেখে পেশাদার কামার শিল্পীরা স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়ে দা, বটি, চাকু, চাপাতিসহ লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে দোকান সাজিয়ে রেখেছেন।
গত বছরের তুলনায় এবার লোহার দাম বাড়তি হওয়ায় আকারভেদে দা ৩৫০ থেকে ৬৫০ টাকা, ছুরি ছোট ১২০ টাকা থেকে ২০০ টাকা, বটি ৪৫০ থেকে ১০০০ টাকা, চাপাতি ৮০০ টাকা থেকে এক হাজার টাকা দরে বেচা-কেনা হচ্ছে।
লোহার দাম, কয়লা,ও শ্রমিক মজুরি বৃদ্ধির কারণে দাম একটু বেড়েছে বলে জানান সনজিত কর নামের এক কামার শিল্পী। তিনি বলেন, কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আযহার মৌসুমে তাদের ব্যবসা কিছুটা আলোর মুখ দেখে। তবে মেশিনের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি তৈরি হওয়ার ফলে অদূর ভবিষ্যতে হয়তোবা এই পেশা বিলুপ্ত হয়ে যাবে। তখনকার প্রজন্ম কামার কে? তাদের কাজ কি? তারা কি ধরনের জিনিস বানায় বা বানাত? এবিষয়ে তারা চিনতে-জানতে হয়তো পারবে না। অন্তত বাংলার ঐতিহ্য হিসেবে এই কামার শিল্পটাকে টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা।
দেখা গেছে, মেশিনের তৈরি লোহার যন্ত্রপাতি দেখতে সুন্দর ও ধারালো হয়, এমনকি দাম ও সময় অপেক্ষাকৃত কম লাগে। তাই হাতে তৈরির চেয়ে মেশিনের তৈরি চাকু, দা, ছুরি, বটি, চাপাতিসহ লোহার বিভিন্ন সামগ্রীর কদর ক্রমেই বাড়ছে বলে জানান ক্রেতারা।
তাছাড়া মেশিনে তৈরী দামা,ছুড়ি ষ্টীলের হওযায় টেকশই ও সুন্দর,তাই ক্রেতাদের পছন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা