সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মাধবপুর উপজেলার শাহজীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখা। ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (১৪ জুলাই) বাদ জুম্মা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার দরগাহ গেইট থেকে শত শত তাওহীদি জনতা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জালাল (রহঃ) হোটেল এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গিয়ে সমবেত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি নায়েব উল্লাহ, সাধারন সম্পাদক ইন্জি-আসাদুজ্জামান রেজা, কালিকাপুর মসজিদের ইমাম শাহ আলম, রসুল প্রামানিক রাজু, ডা: আলমগীর আলম, আলমগীর কবির, দুলাল মিয়া সহ তৌহিদি জনতা।
বক্তরা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।
সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি ও জানানো হয়।
Leave a Reply