1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন

সুজাতিয়া দরবার শরীফের ৪০তম বাৎসরিক ওরশ ১৫জুন বৃহস্পতিবার 

সোহাগ মিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

পূর্নভূমি সিলেট বিভাগের প্রবেশধার মাধবপুর উপজেলার শাহজীবাজার রঘুনন্দন পাহারের ঘাঁ ঘেষা পবিত্র স্থান হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহঃ) মাজার শরীফের পূর্ব পাশে ঐতিহ্যবাহী সুজাতিয়া দরবার শরীফের ৪০ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতি বছরের ন্যায় এবছর ও পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা সুজাত আলী খাঁ আল- কাদরী (রহঃ) এর স্মরণে পবিত্র বাৎসরিক ওরশ মোবারক আগামী ১লা আষাঢ়, ১৫ জুন ২০২৩ (বৃহস্পতিবার) সুজাতিয়া দরবার শরীফের সকল আশেকান ও ভক্তদের পূর্ণমিলনীর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বর্তমান গদ্দিনিশিন জানান, বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে খাজেগান সহ পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা সুজাত আলী খাঁ আল- কাদরী (রহঃ) এর জীবনী আলোচনা, বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরাম’দের ওয়াজ নসিহত, জিকির, মিলাদ শরীফ পালন করা হবে।

এছাড়াও আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সুজাতিয়া দরবার শরীফের ৪০ তম ওরশ মোবারক সমাপ্তি ঘোষনা করা হবে।

এর পূর্বে তালীম প্রেস করবেন সুজাতিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীরজাদা হযরত মাওলানা মোঃ আমীর খাঁন আল-কাদরী (সোহেল) সাহেব।

মহতী পবিত্র ওরশ মোবারকে যোগদান করিয়া আল্লাহ পাকের রহমত, রাসূলে পাক (সাঃ) এর এশক মহব্বত ও অলি আউলিয়ার ফয়েজ লাভ করতঃ এবং দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিল করার জন্য সুজাতিয়া দরবার শরীফের সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানান বর্তমান গদ্দিনিশিন পীরজাদা হযরত মাওলানা মোঃ আমীর খাঁন আল-কাদরী (সোহেল) সাহেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা