সুনামগঞ্জের ছাতক উপজেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জানাযায়,ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য বাইসাইকেল, ছাতা, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে ছাতক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নুরের জামান চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লিপি বেগম।
এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply