মাধবপুর উপজেলার সুরমা চা বাগান মাহুঝিল নাট্য মন্দিরে শুক্রবার ৩০ জুন এ বিদ্রোহ দিবস পালন করা হয়।
এ দিবসে র্যালি ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সিদু কানু মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনা সভায় অতিথিদের সাঁওতালী রীতির গান, নৃত্যেও মাল্যদানের মাধ্যমে বরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভা জাকোব কিস্কু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁওতাল গভেষক উন্নয়ন কমিটি রাজশাহীর হুরেন মুরমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ সাঁওতাল, আপন সাঁওতাল, পারগানা, সবুজ সাঁওতাল, জুড়ী মাধবপুর প্রেসবেটারীর সম্পাদক সুমেন বেসরা।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রুবেন বেসরা তুলে ধরেন সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, নতুন প্রজন্মের ভূমিকা। এবং এই দিবস পালনে সকলের ঐক্য বদ্ধ প্রচেষ্টার কথা ও উল্লেখ করেন। আগামীতে সাঁওতাল বিদ্রোহ দিবস বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন মিথু শিলাক মুরমু লেখক ও গবেষক, দুলাল হাঁসদা, নরেশ টুডু, দিলিপ সাঁওতাল সহ প্রমূখ। তাঁরা ভাষা রক্ষার জন্য পাঠাগার, সাঁওতালি বই, ম্যাগাজিন সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের সাঁওতাল শিল্পীর অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সাওতালদের উন্নয়ন মুলক বক্তব্যে উঠে আসে সাওতাল ভাষা বিলুপ্তির পথে তাই ভাষা শিক্ষার জন্য সরকারের কাছে একাডেমি সহ পাঠ্যপুস্তক প্রনয়নের জোর দাবি জানান তাঁরা।
Leave a Reply