আল্লাহই মহাজগতের সব ক্ষমতার অধিকারী। তিনিই রাজাধিরাজ। তাঁর ক্ষমতা ও রাজত্ব সমগ্র সৃষ্টিজগতে কার্যকর। পৃথিবী তার রাজত্বের ক্ষুদ্রতম অংশ মাত্র।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মুত্তাকিরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে, যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে।’ (সুরা কামার, আয়াত : ৫৪-৫৫)
সৃষ্টিজগতে সবার রাজত্বই অস্থায়ী ও ধ্বংসশীল। কিন্তু মহান আল্লাহর রাজত্ব চিরন্তন ও চিরস্থায়ী। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ কিয়ামতের দিন পৃথিবী আপন মুঠোয় ধারণ করবেন এবং আসমানকে তাঁর ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন, আমিই একমাত্র অধিপতি।
দুনিয়ার বাদশাহরা কোথায়?’ (সহিহ বুখারি, হাদিস : ৭৩৮২)
যেহেতু আল্লাহর রাজত্বই চিরস্থায়ী ও চিরন্তন এবং তিনিই পৃথিবীর ক্ষমতা ও রাজত্ব নিয়ন্ত্রণ করেন। তাই প্রকৃতপক্ষে আল্লাহই সব বাদশাহর বাদশাহ এবং প্রকৃত মালিক। ইরশাদ হয়েছে, ‘মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই; সম্মানিত আরশের তিনিই অধিপতি।’ (সুরা মুমিনুন, আয়াত : ১১৬
এম.এ কাদির বাবুল।
Leave a Reply