মেসি কি গোল পাচ্ছেন না? এমন প্রশ্ন যখন শুরু হল স্বাগতিক দর্শকদের মনে ঠিক তখনই তাদের শঙ্কা দূর করে শেষটা রাঙালেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
শার্লটের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে মেসি করলেন মায়ামির শেষ গোল। কোয়ার্টার ফাইনালে জিতে লিগ কাপ ট্রফি হাতে নেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো তার দল।
১২তম মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় মায়ামি। জোসেফ মার্টিনেজ গোলপোস্টের ডানদিক দিয়ে জাল কাঁপান। ৩০ মিনিটে মেসির বাঁ পায়ের শট দুই হাত দিয়ে আটকে দেন গোলকিপার। দিয়েন্দ্রা ইয়েডলিনের পাস থেকে দুই মিনিট পর রবার্ট টেলর ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে মেসিকে ব্লক করেন শার্লটের এডিলসন মালান্ডা। তারই আত্মঘাতী গোলে ৭৮ মিনিটে ৩-০ তে এগিয়ে যায় মায়ামি। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মেসি উল্লাসে মাতান স্বাগতিক দর্শকদের।
বক্সের মধ্যেই লিওনার্ড কাম্পানার পাসে বাঁ পায়ের আলতো টোকায় দারুণ জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো আট।
Leave a Reply