জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হবিগঞ্জ জেলা শাখার কমিটি সুপার থ্রি তথা তিন শীর্ষ নেতার নাম ঘোষণা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়েছে সৈয়দ মুশফিক আহমেদ যিনি হবিগঞ্জ জেলার সবশেষ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। আর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক ইমরানকে করা হয়েছে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম শরীফকে যিনি গত কমিটির স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
আহবায়ক কমিটি অনুমোদন
সোমবার (১৪ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ কমিটি অনুমোদন করেন।
আহবায়ক, সদস্য সচিব,সি.যুগ্ম আহবায়ক এর যৌথ সাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও আগামী দশ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply