1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৬১ বার পঠিত

সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও আসন্ন ইয়ার চেইঞ্জ পরীক্ষা এবং সার্বিক শৃঙ্খলা বিষয়ের উপর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৭জুন) সকাল ১১টায় কলেজের ইন্ডোর অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহেম মেজরটিলা কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক । অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ ও একাডেমিক ইনচার্জ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

অধ্যক্ষ জনাব ফয়জুল হক, একাদশ শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি তাঁর বক্তৃতায় গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে অভিভাবকদের করণীয়, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, কলেজের ড্রেস কোডসহ সার্বিক শৃঙ্খলা এবং আসন্ন ইয়ার চেইঞ্জ পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে তাদের ভূমিকাসহ দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন এবং উপস্থিত অভিভাবকদের মধ্য থেকে তাদের কয়েকজনের মতামত ও সুপারিশসমূহ গ্রহণ করেন।

অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের আরো কিছু প্রত্যাশা কথা ও মতামত উপস্থাপন করেন।
পরে অধ্যক্ষ মহোদয় সবাইকে আপ্যায়ন গ্রহণ এবং তীব্র গরমের মধ্যেও অভিভাবকদের উপস্থিতি ও আলোচনায় অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা