জাঁকজমকপূর্ণ পরিবেশে সিলেট স্কলার্সহোম মেজরটিলা কলেজে প্রিপারেটরি শাখার উদ্যোগে বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।
এতে প্রাথমিক শাখার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক প্রজেক্টসহ সাইন্স ফেয়ারে অংশগ্রহণ করে।
কলেজের ইনডোর অডিটোরিয়ামে এটি আয়োজিত হয়। এতে শিক্ষার্থীরা জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিভক্ত হয়ে ২২ টি স্টলে তাদের প্রজেক্ট প্রদর্শন করে।
উদ্বোধন শেষে অধ্যক্ষ প্রিপারেটরি শাখার উপাধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলেন।
এসময় তিনি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সার্টিফিকেট ও পুরস্কৃত করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দৃষ্টিকে উৎসাহিত করতে সবাইকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল নাহিদা খান।
Leave a Reply