চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার) সৎসঙ্গ বিহার পরিদর্শন করেছেন।
আজ ২০ আগস্ট বেলা ২টায় বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষেতচর সাকিনস্থ সৎসঙ্গ বিহার পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( দক্ষিন ) , সিএমপি , চট্টগ্রাম , সহকারী পুলিশ কমিশনার ( চকবাজার জোন ) সিএমপি , চট্টগ্রাম সহ সৎসঙ্গ বিহারের সভাপতি তিমির কান্তি সেন , সেক্রেটারী আশিষ কুমার চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
পরিদর্শনকালে মাননীয় পুলিশ কমিশনার সৎসঙ্গ বিহার কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে মত বিনিময় করেন এবং বিহারে থাকা বিভিন্ন স্থাপনা , পুকুর , ফলজ ও বনজ বাগান পরিদর্শন করেন । পরিদর্শন ও আলোচনা শেষে পুলিশ কমিশনার মহোদয় বিহারে ০১ টি আমরূপালী গাছ রোপন করেন।
Leave a Reply