হবিগঞ্জ শহরে তারেক রহমানের ফাঁসির দাবিতে ফেস্টুন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়ার অভিযোগে ডিবি পুলিশ কর্তৃক আটক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও শাহিন তালুকদার কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এরই সাথে হাফিজুল ইসলাম সহ ৬৪জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কোর্ট স্টেশন রোড এলাকার মৃত আবুল কাসেমের পুত্র হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাদি হয়ে মামলা করেন।
ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে প্রচার করা বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে এলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশ আউশকান্দি থেকে হাফিজুল ইসলাম হাফিজ, তার সহযোগি শাহীন তালুকদারকে আটক করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply