হবিগঞ্জ জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সদস্যদের ০৫ (পাঁচ) দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর)পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যোগদানকৃত নবাগত পুলিশ সদস্যদের ০৫ (পাঁচ) দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শামসুল হক (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ রঞ্জন দে, (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। এখন থেকে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হলেন। স্বাধীনতারত্তোর কালে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহে পুলিশকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু যে অমিয় বাণী শুনিয়েছিলেন তিনি তা উচ্চারণ করেন, “একটা কথা ভুললে চলবে না তোমাদের, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা।”
আপনাদেরকে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালণ করতে হবে। সকল লোভ-লালসার উর্ধ্বে থেকে দেশ প্রেমের মহান ব্রত নিয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ। আপনাদের নিরাপদ, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সেবার মান দেশের গন্ডী পেরিয়ে আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে পরেছে। সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আপনাদের হাত ধরে পুলিশ বাহিনী আরো অনেক দূর এগিয়ে যাবে।
তাছাড়াও উপস্থিত অন্যান্য বক্তরা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply