বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ শাখার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা,মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে মতবিনিময়, মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার’র সহধর্মিণী মিসেস তাহেরা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি’র সহধর্মিণী হবিগঞ্জ পুনাক’র উপদেষ্টা জনাব রোকেয়া খাতুন।
এ সময় প্রধান অতিথি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আগত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পুনাক সভানেত্রী পুলিশ লাইন্স প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেন।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে মতবিনিময়, মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ শেষে বাংলাদেশ পুনাক সভানেত্রী হবিগঞ্জ পুনাকের বিপনী বিতান পরিদর্শন করেন।
এছাড়া অনুষ্ঠানে হবিগঞ্জ পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply