হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় ও বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেন সিলেট রেঞ্জ ডিআইজি’ শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার (০১জুন) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি। এ সময় ডিআইজিকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি’র উপস্থিতিতে জেলা পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জনাব শৈলেন চাকমা (প্রশাসন ও অর্থ), এর সঞ্চালনায় শুরু হয় বিশেষ কল্যাণ সভা।
বিশেষ কল্যাণ সভায় হবিগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়ীর ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময়, ডিআইজি’র উপস্থিত সকলের সুবিধা অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তা প্রতিকারের আশ্বাস দেন। হবিগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন আদেশ ও উপদেশ প্রদান করেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
অনুষ্ঠান শেষে ডিআইজি’র হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি। পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
এছাড়াও বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ রঞ্জন দে (বানিয়াচং সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ খলিলুর রহমান (সদর সার্কেল),সহকারী পুলিশ সুপার জনাব আবুল খয়ের (বাহুবল সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম), জনাব মোঃ নাজিম উদ্দিন,রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, সহকারী পুলিশ সুপার জনাব নির্মলেন্দু চক্রবর্তী, (মাধবপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার জনাব তোয়াহা ইয়াছিন হোসেন (শিক্ষানবিশ),মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল জনাব ডাঃ প্রসূন কান্তি দেব, মেডিকেল অফিসার ডাঃ তামান্না বেগম হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
Leave a Reply