বিএনপির ডাকা চলমান টানা তিন দিনের অবরোধের শেষ দিনে অবরোধের সমর্থনে হবিগঞ্জে ঝটিকা মশাল মিছিল ও সড়কে টায়ারে আগুন দেয় যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালের দিকে হবিগঞ্জ-সিলেট বাইপাস সড়কে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর’ নেতৃত্বে ওই মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ও টায়ারে আগুন দেয় যুবদল নেতাকর্মীরা।
জেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা আরিফে রাব্বানী টিটু, সুফল আহমেদ, মামুন আহমেদ, হাবিব আহমেদ, হাসান আল মামুন, ফায়েজুল্লাহ সোহেল, ফারভেজ আহমেদ ,মোঃ রানা মিয়া, রকি ,মেহেদী হাসান, রাজু মিয়া, ফয়ছল তালুকদার,উজ্বল মিয়া,সুবেল মিয়া,জেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply