1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, কমলগঞ্জে পাশাপাশি কবরে শায়িত স্বামী, স্ত্রী ও সন্তান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৮৭ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর শাহপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্বামী, সন্তান, ছোট ভাই ও গাড়ির চালকসহ ৫ জন।এই ঘটনায় কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের মাদানগর ও কমলগঞ্জের ভেরারচর গ্রামে শোকের মাতম চলছে। সড়ক দুর্ঘটনায় নিহত কমলগঞ্জের একই পরিবারের তিনজন স্বামী, স্ত্রী ও সন্তান শায়িত হলেন পাশাপাশি।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের নূরুল ইসলামের ছেলে আকলিছুর রহমান রাজু বেশ বহুদিন ধরে কাজের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তিনি গত শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করেন। তাকে এগিয়ে আনতে বিমানবন্দরে যান তার বাবা নূরুল ইসলাম, ছোট বোন সাদিয়া বেগম, বোন জামাই কমলগঞ্জে আব্দুস সালাম, ভাগ্নী হাবিবা, ছোট ভাই শিহাবসহ ৮ জন। একটি নোহা মাইক্রোবাসযোগে যান তারা। বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে শুক্রবার শেষরাতে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আব্দুস সালাম (৩৭)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুর্ঘটনায় নিহত সালামের স্ত্রী সাদিয়া (২৭), মেয়ে হাবিবা (৩) ও আতিকুর রহমান শিহাব (১৫)। এ ঘটনায় মারা যান গাড়ির চালক পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের সাদির মিয়া (৩০)। আহত প্রবাসী রাজু, তার বাবা নূরুল ইসলামসহ ৪ জন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সালামের লাশ শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি কমলগঞ্জের ভেড়ারচর গ্রামে আসে। এরপর স্ত্রী সাদিয়া ও শিশু সন্তান হাবিবার লাশ কুলাউড়া থেকে কমলগঞ্জে তার বাড়িতে আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বলে জানান প্রতিবেশী জুয়েল আহমদ। তিনি জানান, শনিবার মাগরিবের নামাজের পর ভেড়ারচর গ্রামের মসজিদের পাশে তাদের পারিবারিক কবরস্থানে স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ দাফন করা হয়েছে।

আব্দুস সালামরা ৬ ভাই, তিন বোন। তিনি ভাইদের বড় ছিলেন। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন। এ দিকে এ দুর্ঘটনায় নিহত প্রবাসীর ভাই আতিকুর রহমান শিহাবকে কুলাউড়ার মাদানগর পারিবারিক কবরস্থানে ও গাড়ি চালক সাদির মিয়াকে তার গ্রামের বাড়ি কুলাউড়ার আলীনগর গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা