বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির অঙ্গ সংগঠন গুলোকে গতিশীল করার লক্ষ্য হিসেবে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পূর্ণ হয়েছে।
সোমবার (১০এপ্রিল) সকাল থেকে হবিগঞ্জ টাউন হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি জহিরুল হক শরীফের সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদে’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, আমাদের গণতন্ত্র,ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি আমাদের গনতন্ত্রের মা বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের মাঠিতে ফিরিয়ে আনতে হবে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে নিতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সি.সহসভাপতি ইয়াসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিক আলী।
এসময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ।
তাছাড়াও উক্ত অনুষ্ঠান সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
Leave a Reply