“পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সম্মানি (ভাতা) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯এপ্রিল) হবিগঞ্জ পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ উপলক্ষে পৌর এলাকার ৭৮টি মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে সম্মানি (ভাতা) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাদিকুর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ, জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, হবিগঞ্জ, জনাব গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, জনাব মোঃ জাহির উদ্দিন।
Leave a Reply