হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি।
আজ মঙ্গলবার (১৮এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিলে জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, রমজান মাস আরবি মাস সমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্য এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। সঠিক নিয়মে রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের জীবনে পরিশুদ্ধতা আনয়ন সম্ভব।
ইফতারে হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক জনাব এস এম মুরাদ আলি অফিসার-ফোর্সদের বড়খানার আয়োজন হিসেবে ইফতার ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেন। যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল পর্যায়ের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এ সময় দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনাসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply