দীর্ঘদিন অপেক্ষার পর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মো:ওয়াহিদুজ্জামান,আব্দুর রউফ মাসুক। ২য় যুগ্ম সাধারণ সম্পাদক: আবুল কাশেম মোল্লা ফয়সল,মো.বদরুল আলম।সাংগঠনিক সম্পাদক : ডা: ইসতিয়াজ রাজ চৌধুরী, মো: মামুন মিয়া.মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক : শাহজাহান মিয়া । জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক : আশরাফ উদ্দিন । সদস্য : আরিফ ফয়সল খান ও ইঞ্জি আহমেদ ইবনে মুশফিক ।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ২০২২ সালে হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply