বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী’র উদ্যোগে এবং সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সিনেমা রোডস্থ হবিগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলার উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ সদর উপজেলার বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান আওয়াল।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মি. এনাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিষয়ক সম্পাদক সুমন আজাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম শামীম, সহ অর্থ বিষয়ক সম্পাদক আলী রাজা উজ্জ্বল, মানবিক বিষয়ক সম্পাদক বোরহান তালুকদার, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সফিক মিয়া, আল আমিন, জুয়েল মিয়া, মামুন আহমেদ, নাঈম, রফিক প্রমুখ।
বর্তমান সরকারকে সর্বকালের সর্ব শ্রেনীর সেরা ্স্বৈরাচার বলে উল্লেখ করে বক্তারা শেখ হাসিনার নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে আগামীতে যে আন্দোলন আসছে, সে আন্দোলনে জনগনকে ঐক্যবদ্ধ করে সবাইকে অংশগহনের আহবান জানান। দেশের যেকোনো ধরনের সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সম্মুখ সারিতে থাকবে। তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply