স্বাধীনতার মহান স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কীর্তিনারায়ন কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
মঙ্গলবার (১৫আগস্ট) কলেজ অডিটোরিয়ামে প্রভাষক মো: হিরন মিয়ার সভাপতিত্বে,প্রভাষক এম.এ.কাদির (বাবুল) পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। তিনি আরো বলেন, আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।
উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য বাবু গোপিকা রঞ্জন দাশ,প্রভাষক ওয়াহিদা বিলকিস,সাবিত্রী রায়,রিম্পি দাশ,সংকর দাশ।
Leave a Reply