1. admin@hvoice24.com : admin :
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘অচলায়তনের অপ্সরী’ মঞ্চায়ন

প্রেস
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১৫ বার পঠিত

দৌলতদিয়া পতিতাপল্লীকে উপজীব্য করে সত্যাশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘‘অচলায়তনের অপ্সরী’’ এর উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে।

বৃহস্পতিবার (৮জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে এ নাটকের মঞ্চায়ন করা হয়। পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এ নাটকের মঞ্চায়ন করেন।

প্রধান অতিথি ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ নাটকের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গোলাম কুদ্দুস ও নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ থিয়েটারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

‘‘অচলায়তনের অপ্সরী’’ নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা