1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

লাভজনক হওয়ায় লাউ ও বেগুন চাষে ঝুঁকছেন নশরৎপুরের কৃষকরা

আল-আমিন ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৪ বার পঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরৎপুর এলাকার বেগুন চাষীরা এবার উৎপাদিত সবজি বিক্রি করে লাভের মুখ দেখছেন।

সকল ধরনের সবজি চাষ হলেও লাউ ও বেগুন লাভজনক সবজি হওয়ায় চাষীরা লাউ,বেগুন চাষে ঝুঁকছেন।

নশরৎপুর গ্রামের বেগুনচাষী মো: শাহিল বলেন, আমাদের প্রতি এক বিঘা বেগুন চাষে খরচ হয় এক লক্ষ টাকার মত আর এই এক বিঘা জমি থেকে আমাদের প্রায় তিন লক্ষ টাকার বেগুন বিক্রি সম্ভব, এতে এলাকার সব বেগুন চাষী লাভবান হচ্ছেন।

বেগুন চাষী জাহের আলী জানান, আমরা বিভিন্ন জাতের বেগুন চাষ করছি তার মধ্যে ভেঞ্চুরি,রঙ্গিলা উল্লেখযোগ্য, অন্য জাতের চেয়ে এইসব জাতের ফলন বেশি।
বেগুন ও লাউ চাষ ব্যাপক লাভজনক হওয়াই আমাদের এলাকায় ব্যাপক চাষাবাদ হয়েছে।

নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কিশোয়ার হোসেন জানান, এবার উপজেলার প্রায় ৫৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। নলডাঙ্গা উপজেলার মধ্যে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন সবচেয়ে বেশি বেগুন ও লাউ চাষে ব্যাপক সুনাম অর্জন করেছে।
ইতিমধ্যে আমরা নশরৎপুর এলাকায় ১৪ সপ্তাহের কৃষক মাঠ স্কুলে কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি, কৃষকদের সকল ধরনের সহযোগিতা করছি,ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্য সবজির চেয়ে লাভ বেশি হওয়ায় উপজেলার অন্যান্য গ্রামের কৃষকও বেগুন ও লাউ চাষে ঝুঁকছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা