1. admin@hvoice24.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন-হবিগঞ্জ ভয়েস২৪ মাধবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক- হবিগঞ্জ ভয়েস২৪ সিলেটে নিহতদের পরিবার পেলো দুই লাখ,আহতরা ৫০ হাজার টাকা বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘অচলায়তনের অপ্সরী’ মঞ্চায়ন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা,সভাপতি রিংগন,সাধারণ সম্পাদক জিল্লুর ভবন গুঁড়িয়ে দিলো এসিল্যান্ড, সুকান্ত’র স্বপ্ন নিমিষেই শেষ ডাঃ মহিউদ্দিন হাই স্কুলে’র পরীক্ষা স্থগিত-হবিগঞ্জ ভয়েস২৪ স্কলার্সহোম মেজরটিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে দুই কারখানাকে দেড়লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে বাপা নেতৃবৃন্দের সাক্ষাৎ

বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৭০ বার পঠিত

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, গুজব এক সামাজিক ব্যাধি। গুজবে কান দিয়ে যুগে যুগে অনেক মানুষ ও সমাজ ধ্বংস হয়ে গেছে। এ ক্ষেত্রে পবিত্র ইসলাম ধর্মে কঠোরভাবে গুজব এবং ফেৎনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যে কোন সময় যে কোন ক্ষেত্রে ভাসমান একটি কথা কানে আসতে পারে। আসামাত্রই কোন প্রকার যাঁচাই না করে অন্যের কাছে বলে দেওয়া মিথ্যার নামান্তর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম বানিয়াচং। এজনপদে আলেম-উলামাদের বড় একটি অংশ বসবাস করেন। এ ক্ষেত্রে বিভিন্ন গুজব এবং ফেৎনার ব্যাপারে আলেমগণকে সচেতন হিসেবে পেয়েছি। পাশাপাশি মসজিদের মিম্বর থেকে শুরু করে বিভিন্ন বয়ানে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গুজবের ব্যাপারে আলোকপাত করে থাকেন। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই।

ইফা’র উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মোবারক আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব ও বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ কাজী মুফতি আতাউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বিশিষ্ট লেখক শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাসউদ খান ও মাওলানা আফরোজ আল হাবিব প্রমুখ। সমন্বয় সভায় প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা